জমে উঠেছ সিরাজগঞ্জের খাঁসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মাহবুবুর রহমান জ্যোতি, সিরাজগঞ্জ॥ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাঁসরাজবাড়ী ইউনিয়নে আগামী ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এলাকায় নির্বাচনী প্রচার প্রচারনা জমে উঠেছে। সরজমিনে কাজীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মজিবুল হক এর সাথে কথা বলে জানা যায়, ৯ ফেব্রুয়ারি খাঁসরাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম মারা গেলে ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা মোতাবেক ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠানের তপশিল ঘোষণা করা হয়। ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, ৩০ এপ্রিল যাছাই-বাছাই এবং ৯ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং আগামী ২৫ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ইভিএমের মাধ্যমেই ভোট নেওয়া হবে বলে তিনি জানান।

কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে কাজীপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খাঁসরাজবাড়ী ইউনিয়নে উপনির্বাচন পরিচালনা করছেন।

IT Amadersomaj