মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা মুক্তি

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মরে গিয়ে বেচেঁ যাচ্ছে কতো শত লাশ,
বেচেঁ যাওয়ার ইচ্ছে গুলো হচ্ছে উপহাস।
বাঁচতে গেলে মরতে হবে,
রুহ-দেহের প্রেম ছিন্ন হবে।

আমাদের প্রাণ চলে যায়,
সবই সময়ের কাছে ক্ষুদ্র হয়।
জীবন ছড়িয়ে ফেললে যদি সেই,
কবরে স্বপ্ন বিচার হয়।

ইচ্ছে সকল অতীত হবে।
করবে না বিন্যাস।
বেঁচে যাওয়ার ইচ্ছে গুলো হচ্ছে উপহাস।

সূর্যের কি কারণ যে তারা যায়,
বৃষ্টিতে যে কেবল গাঁথায়।
মানুষের ইচ্ছাই যেন মরণ,
করে শেষ প্রহরের কাছে পান।

জীবনে কখনো ভয় নেই,
বাঁচার আগে স্বপ্ন সেই।
স্বপ্ন হবে পূরণ আকাশে,
জীবন সত্যি করবে আবার।

মরে গিয়ে বেচেঁ যাচ্ছে কতো শত লাশ,
বেচেঁ যাওয়ার ইচ্ছে গুলো হচ্ছে উপহাস।
আমরা জীবন সত্যি জিতবে,
স্বপ্ন সত্যি রক্ষা করবে।

মুক্তি – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

এখানে এপর্যন্ত ১টি মন্তব্য এসেছে।

IT Amadersomaj