পৃথিবীর সকল সৌন্দর্য তোমার হোক প্রিয়তমা,
শহরের গলিতে পাখির গান গায় সুরতমা।
ফুলের পুষ্প শুধু তোমার নামে মেলে,
মাতাল বায়ুতে প্রেমের সুগন্ধ হেলে।
ঘুমের মেঘে তোমার স্বপ্ন ছড়ায় ছায়া,
নদীর ধারে তোমার মধুর কথা।
পাহাড়ের চুলে তোমার আবহ প্রবাহিত,
হরিণের চোখে তোমার প্রেম অবস্থান।
সূর্যের কিরণে তোমার প্রতিবিম্ব ছায়,
চাঁদের আলোতে তোমার মুখের অবস্থা পায়।
বনের ঘাসে তোমার পাদস্পর্শ করে মধু,
মর্মের দুঃখে তোমার কথা স্পর্শ করে মন মধু।
প্রকৃতির সৌন্দর্যে তোমার ছড়িয়ে দাও,
পাথরের পুতুলে তোমার রূপ বেঁধে নাও।
মেঘের মেলায় তোমার আবহ পূর্ণিত,
সমুদ্রের কূলে তোমার আশা আবৃত।
পৃথিবীর সকল সৌন্দর্য তোমার হোক প্রিয়তমা,
তুমি হৃদয়ে বাজাও আনন্দের কথামালা।
আমি তোমার সঙ্গে স্বপ্নে মেলে যাব আমি,
তুমি আমার প্রিয়তমা, আমি তোমার প্রিয়।
প্রিয়তমা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্য