মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা রুদ্র অম্লান

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


তোমার সাথে হঠাৎ দেখা হোক নীলক্ষেত বইয়ের দোকানে কিংবা টিএসসির চত্বরে;
ওয়েস্টার্ন ড্রেসে নয়-
দেখা হোক বাঙালি সাজে।
হাতে চুড়ি,কানে দুল –
খোঁপায় থাকুক জবা ফুল।

তোমার সাথে দেখা হোক –
শাহবাগ পরীবাগ বা কাঁটাবন পাখির দোকানে।
দেখে তোমার রুদ্র অম্লান;
পলকবিহীন তাকিয়ে রই-
বলি ভালোবাসি।

তোমার পরশের সুপ্ত রাগে,
কুসুম ফুটুক আমার মনে।
চিত্তে হয়ে উঠুক রঞ্জিত,
সুন্দর তুমি সুন্দর।

রুদ্র অম্লান – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

এখানে এপর্যন্ত ১টি মন্তব্য এসেছে।

IT Amadersomaj