অভয়নগরে বেড়েছে চোরের উপদ্রব : মসজিদের মাইকসহ অসংখ্য চুরি!

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজারের পশ্চিম পাশে মোড়লপাড়া জামে মসজিদের মাইকের ইউনিট চুরি হয় গত ১০-১২দিন আগে। যার মূল্য আনুমানিক দশ হাজার টাকা। একই মসজিদ থেকে ২৫ জুন রবিবার সকাল ১১টার দিকে সরকার প্রদত্ত সোলার ব্যাটারিটি চুরি হয়েছে। যার মূল্য ২০ হাজার টাকা। মসজিদ কমিটির সভাপতি প্রাক্তন ইউপি মেম্বর আবু সাইদ মোড়ল জানান, এই মসজিদটির মুসল্লি বেশিরভাগ দরিদ্র। মসজিদের ইমমের নামমাত্র সম্মানি দেয়া হয়, যা উল্লেখ করার মতো নয়। নেই বেতনভুক্ত কোনো মুয়াজ্জিন বা খাদেম। এমতাবস্থায় নতুন একটি মাইক ও সোলার ব্যাটারি ক্রয় করার মতো সমার্থ নেই মুসল্লিদের।

কয়েকদিন আগে চুরি গেছে একই গ্রামের শাহজাহান মোল্যার ছেলে আবুল বাশারের মোটরসাইকেল ডিসকাভার ১১০। গত ২৪ জুন শনিবার রাতে চুরি হয় ইসলামি ব্যাংক সিংগাড়ী বাজার এজেন্ট শাখার কর্মচারী নাজিল মোল্যার মায়ের স্বর্ণের কারেন দুল। চোর উক্ত নারীর কান ছিঁড়ে দুল দিয়ে যায়।

প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করে মাস্টার মোল্যা হেদায়েত বলেন, এভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। এ বিষয়ে সমাজিক সতর্কতা ও স্থানীয় প্রশাসনের রাত্রিকালীন টহল বৃদ্ধি করা ও অপরাধীদের খুঁজে বের করার দাবি জানান ভুক্তভুগি ও স্থানীয় সচেতন মহল।



Source link

IT Amadersomaj