[ad_1]
যাকে আজও দেখিনি;
তাকে দেখার পরম আশা
সে আমার প্রেমিকা।
ওষ্ঠে অস্পষ্ট হাসি;
কপালে কালো টিপ,
যার সৌন্দর্যে ছড়ায় শুভ্রতা –
সে আমার প্রেমিকা।
যে পবিত্র, ভূতপবিত্র –
পূর্ব দিগন্তে উঠা সূর্যের মতো সত্য,
সে আর কেউ নয়, সে আমার প্রেমিকা।
প্রেমিকা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]