[ad_1]
প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ –
সুন্দরপুর গ্রাম;
সুন্দরপুরে সুন্দর মনের মানুষ-
রিপন তার নাম।
সদা হাস্য উজ্জল,
সকলের সাথে মিশে –
গড়েছে আমৃত্যু বন্ধন।
সুখ দুঃখে রিপন থাকে পাশাপাশি,
সকলে বলে রিপনকে বড্ড ভালোবাসি।
তোমরা যদি ভাই সুন্দরপুর যাও,
দেখে এসো রিপনের ভিটে বাড়ি,
প্রলেপ বিহীন দালান, সু-উচ্চ মন,
সদা খুঁজে বেড়ায় প্রকৃতির সন্ধ্যান।
সুন্দরপুর – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]