রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের সান্তা কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়।সম্মেলনে পৌর যুবদলের আহবায়ক মনিরুজাম্মান মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর। উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগের যুবদলের সহ-সভাপতি নাজমুল আলম নাজু, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান ও পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন।বিশেষ বক্তা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ ও পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি নূর নবী, সাহাদাত হেসেন, মাহমুদুন নবী পান্না বিশ্বাস, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মুজুমদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মুনতাসির আল মামুন মিঠু, পৌর বিএনপির সহ সভাপতি হজরত আলী।

এছাড়াও উপজেলা,পৌর, ইউনিয়ন বিএনপি, যুদলল ও তার সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আলোচনা শেষে সম্মেলনে উপজেলা ও পৌর যুবদলের কমিটি সমঝতার মাধ্যমে গঠন করতে না পারায় পুরাতন কমিটিকে বিলুপ্ত করে, উপস্থিত কেন্দ্রীয়,জেলা ও উপজেলার নেতৃবৃন্দ দুটি কমিটিকেই সাময়িকভাবে স্তগিত ঘোষনা করেন।

IT Amadersomaj