পুলিশের উপস্থিতিতে মামলার বাদীর বসতঘরে আসামীদের সন্ত্রাসী হামলা

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


ক্রাইম রিপোর্টার॥ গত বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রাম সীতাকুন্ডে পুলিশের উপস্থিতিতে হামলার স্বীকার হয়েছেন মামলার বাদী রেহেনা বেগম ও তার পরিবার। সীতাকুন্ড থানাধীন বাংলা বাজারস্থ শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজ লিঃ এর চেয়ারম্যান জাকির সাহেবের বাসায় মামলার আসামি কর্তৃক এ হামলা সংগঠিত হয়। পরে জাকির সাহেবের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে স্থানীয় প্রভাবশালী চাঁদাবাজ মোঃ বাবুল খানসহ মোট ৯ জনের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করেন। জি আর মামলা নং-২৭৭/২৩ ইংরেজী। মামলা ৯ আসামী হলেন- মোঃ বাবুল খান (৪৫), মোঃ রাশেদ (৩২), রহিত খান (১৯), ইরফান (২১), প্রমি (২৩), দিদার (৪২), তোফিকুল হাবিব (৪৫), ইরাম খান (১৯) ও মোঃ নয়ন (২৩)।

জানা যায়, থানায় মামলা হওয়ার পর আসামীদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক সত্যতা পাওয়ায় এডিশনাল এসপি ও তদন্তকারী কর্মকর্তা এস আই ফারুক আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করিলে আসামীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপস্থিতিতে বাদী রেহানা বেগম এর স্বামী জাকির সাহেবের বাড়ীতে সন্ত্রাসী হামলা করে। হামলায় বাদীর বাড়ীর গ্লাস ও শাহী দরজা (গেইট) ভাংচুর করে। ভিডিও ফুটেজে দেখা যায়, সন্ত্রাসীরা বাদীর বাড়ীর গেইট লাঠি দিয়ে ও লাথি মেরে আঘাত করিতে থাকে। ঘটনার আকর্ষিকতায় মামলার বাদী ও তার পরিবারের লোকজন হতভম্ব হয়ে যায় এবং বাদীনি রেহানা বেগম এর স্বামী জাকির সাহেব এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার পরিবারের সদস্যদের (মাছুম বাচ্চাদের) জীবনের নিরাপত্তা ও সুষ্ট বিচার দাবী করেন।



Source link

IT Amadersomaj