সিংড়ায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


ইমাম হাছাইন পিন্টু॥ ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় নাটোরের সিংড়া উপজেলার চক সিংড়া এলাকায় অবস্থিত নিশা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী (স্বত্বাধিকারী: মো: মমিনুল ইসলাম) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ২০,০০০/=, এবং, সিংড়া কলেজ পাড়া বাজার এলাকায় অবস্থিত পাবনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে (স্বত্বাধিকারী: মো: মাহবুবুর রহমান) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ২৫,০০০/=, সিংড়া গোডাউন পাড়া বাজার এলাকায় অবস্থিত রিয়াদ কেক হাউজকে (মো: আমিনুল হক বাদল) অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫০,০০০/=, সিংড়া গোডাউন পাড়া এলাকায় অবস্থিত মুসলিম হোটেল এন্ড রেস্টুরেন্টকে (সোহেল) অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫,০০০/=, গোডাউন পাড়া বাজার এলাকায় অবস্থিত ইসলামিয়া হোটেলকে (স্বত্বাধিকারী: মনিরুজ্জামান) অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ১০,০০০/=, গোডাউন পাড়া এলাকায় অবস্থিত বিসমিল্লাহ মিষ্টান্ন ভাণ্ডার (স্বত্বাধিকারী: নাবিক) অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫,০০০/=, গোডাউন পাড়া বাজার এলাকায় অবস্থিত পূর্ণিমা মিষ্টান্ন ভাণ্ডারকে (স্বত্বাধিকারী: পূর্ণমা) অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২,০০০ টাকাসহ সর্বমোট ১,৩৭,০০০/= (এক লক্ষ সাইত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

নাটোর জেলার র‌্যাব এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করেন। জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। এবং তিনি জানান বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার, সিংড়া সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ০৮ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার সিংড়া উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Source link

IT Amadersomaj