জমিতে গেলে পা কেটে দেওয়ার হুমকি দিলেন এস আই

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


আব্দুর রহমান, বোদা(পঞ্চগড়): “কালকে তুই জমিতে যাবি না, তুই জমিতে গেলে তোর ঠ্যাংক কেটে দিব,ওসি সাব কালকে তোকে ধরে আনার জন্য লোক পাঠাবে দাড়া, জমিতে যাইস শুয়োরের বাচ্চা, তারপরে দেখবোনো৷ মঙ্গলবার সকালে বোদা থানার এস আই আমজাদ ও এক বাটোয়ারা মামলার সর্ম্পকিত মাড়েয়া ইউনিয়নের সুরুজের ছেলে মোস্তফা আলীর সাথে ফোনালাপের এক কল রেকর্ড হাতে পায় এ প্রতিবেদক। সেই ফোনালাপে উপরোক্ত হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় এস আই আমাজদকে।

জানা যায়, জে এল নং ১০২, খতিয়ান ১৯১, মৌজা কমনাপুকুরীতে ৮ একর জমির মধ্যে ২ একর নালিশি করে ২০০৮ সালে একটি বাটোয়ারা মামলা হয়৷ মামলার বাদী ছিলেন আব্দুর রশিদ, তাসনিমা রহমান ও বিবাদী মোস্তফার মা আয়শা খাতুন, সফিয়া খাতুন, ইমানের ছেলে আকরাম প্রমুখ। এরপর ১৪৪-৪৫ ধারায় জাকির হোসেন বাদী হয়ে মোস্তফাকে ২ নম্বর আসামী করে একটি মামলা করেন। বিজ্ঞ আদালত সেই মামলা রায় দেন। গত ৮ জুলাই রাত ৮:৪০ মিনিটে মোস্তফাকে ফোন করেন এস আই আমজাদ। মোস্তফা জমির কাগজপত্র নিয়ে থানায় আসতে না চাইলে তাকে হুমকি দেন তিনি। সচেতন মহলের দাবী, একজন এস আই এভাবে মুঠোফোনে কথা বলা কখনোই কাম্য নয়। সেই মোস্তফা একজন ভ্যান চালক বলে কি তার সাথে এভাবে কথা বলতে হবে ?

এ-বিষয়ে মোস্তফা মুঠোফোনে বলেন, আমি খুব নিরাপত্তা হীনতায় ভুগতেছি ভয় এর কারণে। আর তার (এস আই আমজাদ) যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়।

ভুভুক্তভোগী অভিযোগ, নিজামউদ্দিনের স্ত্রী হালিমা, ছেলে কালাম-জাকিরকে ৮ আগস্ট ২২ তারিখে ৬১ শতক জমি বেদখল করে দেয়ার সহযোগিতা করেছেন এস আই আমজাদ।

সেই এস আই আমজাদ সাথে মুঠোফোনে কথা হলে বলেন, এরকম কিছু হবে আমার ধারণা ছিলনা। এ বিষয়ে আমার বলার কিছু নাই।

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় মুঠোফোনে বলেন, কল রের্কডিং এর সত্যতা যাচাই-বাছাই করে দেখতে হবে। এভাবে তিনি কথা বলতে পারেন না।

IT Amadersomaj