[ad_1]
মায়াবী ওই আকাশ দেখুক
তোর চন্দ্র বরন মুখ।
আকাশ দেখুক,দেখুক বাতাস
ভোরে উঠা রবিকর দেখুক-
দেখুক মাঝরাতের পূর্ণিমার চাঁদ।
হাতে চুড়ি –
কপালে কালো টিপ,
ফিকে লাল শাড়ি;
শাড়িতে তুমি অনন্য নারী।
মুগ্ধ তুমি ও হরিণী,
হরিণ কালো চোখ;
চোখে মুখে শুধু মায়ার টান।
মায়া অসীম মায়া।
নারী – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]