মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥  ঝিনাইদহের মহেশপুর ফুটবল খেলা নিয়ে দর্শকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ১ জন নিহত এবং আরো ৩ জন আহত হয়েছেন। (২১ জুলাই ) শুক্রবার বিকালে উপজেলার আলমপুর ৪ নম্বর স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মন্ডল (৩০) মহেশপুর উপজেলার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মোকবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭), শফিকুল ইসলামের ছেলে মতিয়ার রহমান(৩৫)। বর্তমানে আহত দুই জন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মৃত হানিফ মন্ডলের চাচা সুমন হোসেন বলেন, শুক্রবার বিকেলে মহেশপুরের আলমপুর ৪ নম্বর স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছিল। এসময় খেলা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দর্শকদের দুটি পক্ষ। এরপর মারামারি ঘটনা ঘটে। ওই মারামিতে মারা গেছে আমার ভাইপো হানিফ মন্ডল (৩০)। সে মহেশপুরের আলমপুর রফিকুল ইসলামের ছেলে। ক্রিকেট ব্যাট ও স্টাম্প দিয়ে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজমপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন জানান, গ্রামে ফুটবল খেলা হচ্ছিল। এ সময় দু’দলের সমর্থকদের মধ্যে কথা কাঁটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় হানিফ নামে ওই যুবক মারা যান। হানিফ মন্ডল আলমপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্বে আছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারুনী পাশা বলেন, হানিফকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এ ছাড়া আহত অবস্থায় পেয়েছি ৩ জনকে। এদের মধ্যে ২ জনকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আরেক জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনা শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলাম। ফুটবল খেলা নিয়ে মারামারিতে হানিফ নামে একজন মারা গেছেন, আহত হয়েছে ৩ জন। আমরা মৃত দেহের সুরতহাল করেছি। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। তবে তাদের বাড়ি মহেশপুর থানা হওয়ায় মামলা হবে ওই থানায়।



Source link

IT Amadersomaj