পাবনায় অনলাইন জুয়া ব্যাবসায়ী গ্রেফতার 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধায়নে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়।

২৪ জুলাই (সোমবার) পাবনা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মাহমুদুর রহমান, এএসআই(নিরস্ত্র) মো: জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সাথিয়া থানাধীন সাটিয়াকোলা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অবৈধ ই-ট্রানজেকশন(অনলাইন জুয়া) ব্যবসায়ী মোঃ নাহিদুল মোল্লা (৩০), পিতা- মোঃ জাবেদ আলী , মাতা- মোছাঃ রাজিয়া খাতুন, সাং- সাটিয়াকোলা পূর্বপাড়া, থানা- সাঁথিয়া, জেলা- পাবনাকে গ্রেফতার করে।ধৃত আসামী বাংলাদেশ সরকারের কর্তৃক অনুমোদনবিহীন অবৈধ ও ঘোষনাকৃত বিভিন্ন প্রকারের ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে mobcash, 1xbet, Airtm, Astropay, SFUNFD প্রভৃতির মাধ্যমে অবৈধ ভাবে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশন এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত অবৈধ ব্যবসা করে আসছিলো। আসামীর নিকট হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন,০১ টি Intel কোম্পানীর সচল সিপিইউ, ০১ টি LG 22’’ মনিটর,০১ টি চেক বই ০৪ টি বিভিন্ন ব্যাংকের ATM কার্ড উদ্ধার করা হয়।

উক্ত সময় ধৃত ব্যক্তির টেলিগ্রাম আইডি ও টেলিগ্রাম গ্রুপ পর্যবেক্ষণ করে দেখা যায় যে, সে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে মেম্বার সংগ্রহ করতো এবং গ্রাহকদের সাথে তার ট্রানজেকশন সম্পন্ন করতো।

ধৃত আসামীর বিরুদ্ধে সাঁথিয়া থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা রজু করা হয়েছে।

IT Amadersomaj