মেহেরপুরে গণসংযোগকালে তৃণমূল নেতাদের পাশে প্রফেসর আবদুল মান্নান

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মেহেরপুর অফিস॥ আগামী দ্বাদশ নির্বাচনে দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, পুনরায় একটি স্বচ্ছ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উন্নয়নের অব্যাহত ধরায় এগিয়ে রাখতে, সকল পর্যায়ে মানুষের দ্বারে দ্বারে তৃণমূলের মানুষদের সাথে সাক্ষাৎ করে বেড়াচ্ছেন, মেহেরপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি জননেতা প্রফেসর আবদুল মান্নান।

সবার প্রিয় এই জননেতা বুধবার মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে গনোসংযোগ করেন। এইসময় গ্রামের প্রবীণ ব্যাক্তি বর্গের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি গ্রামের স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে সাক্ষাৎ শেষে প্রয়াত ও অসুস্থ আওয়ামীলীগ নেতাদের পরিবারে উপস্থিত হয়ে পারিবারিক খোঁজ খবরনেন। বিভিন্ন গ্রামে উন্নয়ন কার্যক্রম ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এইসময় আমদহ , সিংগাড়া মোর,আশরাফপুর, ভবানন্দপুর, সাহেবপুর, ইসলামপুর, ব্রীজমোড়, কমরপুর, রায়পুর গণসংযোগ করেন।

গণসংযোগে বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা প্রফেসর আব্দুল মান্নানের সাথে গনসংযোগকালে উপস্থিত ছিলেন খালেদুজ্জামান খান ডালিম , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা ছাত্রলীগ। জনপ্রিয় রাজনৈতিক ও মিডিয়া ব্যাক্তিত্ব এই জননেতার সাথে গনসংযোগে অংশগ্রহণ করেন, মির্জা গালিব উজ্জ্বল, সদস্য সচিব – সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন কেন্দ্রীয় কমিটি , রাশেদুজ্জামান সুজন, আবু তালহা বিন হাবিব জুয়েল – পরিবেশ আন্দোলন (বাপা), মোঃ ইয়ারুল ইসলাম- স্নিয়র সহ সভাপতি শহর আওয়ামীলীগ, সাজেদুর রহমান সাজু- সভাপতি থানা শ্রমিকলীগ মেহেরপুর , নয়ন আহামেদ – সাধারণ সম্পাদক, হরিরামপুর যুব উন্নয়ন সমিতি, মিরাজুল ইসলাম , সদস্য শহর আওয়ামীলীগ মেহেরপুর শেরেফুল ইসলাম , শেখ কায়সার হামিদ বুলবুল, রবিউল ইসলাম, মতিয়ার, বাবু, আসাব, রাজু আহমেদ, ম‌ঈন, বকুল প্রমুখ ।

IT Amadersomaj