আগস্টের প্রথম প্রহরে রাজশাহী জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


স্টাফ রিপোর্টারঃ শোকাবহ আগস্টের প্রথম প্রহরে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী জেলা শাখা।

সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজশাহী জেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী মোঃ আনাস মোল্লা এর নেতৃত্বে জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মোমবাতি প্রজ্বলিত করে শ্রদ্ধা জানায়।

এসময় জেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী মোঃ আনাস মোল্লা বলেন, ‘আজকে জাতির জনককে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানায় এবং তার জীবনের যে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ এবং তিনি যে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেটার একটি প্রত্যয় ব্যক্ত করতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি।’

তিনি আরো বলেন, ‘রাজশাহী জেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীদের কাছে আহ্বান থাকবে, জাতির জনকের যে সম্প্রীতির, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের চেষ্টা করেছিলেন তা আরো অর্থবহ হবে যখন আমরা অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব।’

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এবং ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়। তাই মাসটিকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে ১ আগস্ট মধ্যরাতে মোমবাতি প্রজ্বলন করে আসছে ছাত্রলীগ।

IT Amadersomaj