Blogger দিয়ে Url Shortener Website বানান মাত্র এক মিনিটে।

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


হ্যালো Everyone / কেমন আছেন সবাই ? আশাকরি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজ আমি আপনাদেরকে blogger দিয়ে url shortener website কিভাবে বানাবেন তা দেখাব ।

এর জন্য আপনার একটুও প্রোগ্রামিং নলেজ থাকা লাগবে না। কারণ সম্পূর্ণ ফ্রিতে url shortener website বানানোর Source Code আমি আপনাদের দেব ।

তাহলে আর দেরি কেন , চলুন শুরু করা যাক –

প্রথমে এই লিংকে প্রবেশ করে সোর্স কোড গুলো কপি করে নিন। (স্ক্রোল ডাউন করে নিচে গেলে কপি বাটন পেয়ে যাবেন)

সোর্স কোড গুলো কপি করা হয়ে গেলে প্রথমে আপনার ব্লগার একাউন্টে লগইন করে প্রবেশ করুন ।

তারপর প্লাসে ক্লিক করে নতুন পোস্ট তৈরি করুন –

এবার সুন্দর করে একটা টাইটেল দেন –

এবার এই কলমের মত আইকন টাতে ক্লিক করুন –

দুইটা অপশন আসবে 1. Html Viwe  2. Compose View.

এখান থেকে Html Viwe এ ক্লিক করুন –

এবার এখানে উপরের লিংকের সাইট থেকে কপি করা Source Code গুলো এখানে পেস্ট করুন –

 

Source Code গুলো পেস্ট করা হয়ে গেলে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেন –

এবার চলুন দেখি আমাদের url shortener website দেখতে কেমন হয়েছে, এবং কাজ করে কি না।

Url Shortener টি কেমন হয়েছে দেখার জন্য থ্রি ডটে ক্লিক করে Viwe এ ক্লিক করুন –

এবার দেখুন আমাদের Url Shortener Website টি কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে এবং ঠিকমত Url Short করেও দিচ্ছে –


বিশেষ দ্রষ্টব্য : এই ওয়েব সাইটটি rebrandly এর এপি আই ব্যাবহার করে বানানো হয়েছে। এখানে দেওয়া সোর্স কোড গুলো কোন জায়গা থেকে কপি করা হয়নি । আপনি চাইলে নিজের মত করে কাস্টমাইজ করতে পারেন ।


আজকের আর্টিকেল এখানেই শেষ । যদি কোন প্রব্লেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।

ফেসবুক            হোয়াটসঅ্যাপ              টেলিগ্রাম

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন / আল্লাহ হাফেজ 🥀



IT Amadersomaj