রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ জব্দ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ শাহাদাত হোসেন রামগড় (খাগড়াছড়ি)॥ খাগড়াছড়ির রামগড় পৌরসভার সুজামিয়া চর নামক স্থানে রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়।

গতকাল বুধবার ৯ই আগষ্ট গভীর রাতে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃজাহানুর ইসলামের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সুজামিয়া চর স্থান থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট ৩৫৬০ পিছ ঔষধ জব্দ করা হয়, যার বাজারমূল্য ২,৬৭,২৪০ টাকা।বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়।

আটককৃত ঔষধ সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।



Source link

IT Amadersomaj