নওগাঁয় জেলা তথ্য অফিসের উদ্যেগে জাতীয় শোক দিবস পালন

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


কামাল উদ্দিন টগর, নওগাঁ : নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫টায় নওগাঁ অফিসার্স ক্লাব চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আবু সালেহ মোঃ মাসুদুল হক।

নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ এবং নওগাঁ জেলা প্রেসক্লাব সভাপতি মোঃ কায়েস উদ্দিন।

অনষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামy রুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, জেলা এ্যাকাউন্টস ও ফিনান্স অফিসার মোযাহারুল ইসলাম, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ফয়সাল হাসান, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ হেলাল উদ্দিন, জেলা গ্রন্থাগারিক এস এম আসিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা গ্রন্থাগার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরে এ অনুষ্ঠানে নওগাঁ জেলায় কর্মরত দু’জন কর্মকর্তার বদলী জনিত কারনে বিদায় জানানো হয়। দু’জন বদলী কর্মকর্তা হলেন জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দিন।

IT Amadersomaj