মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা নাহিদ ও প্রেম

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


নাহিদ ভাই পিরিতে নষ্ট, নষ্ট তার মন।
স্বপ্নের শহরে হারালেন প্রত্যাশার সোল।

জীবনের রাস্তা কোথা, জানেনা কোনদিন।
প্রেমের বাঁধনে বাঁধা, পরে না আর প্রবীন।

স্মৃতির সরণিতে প্লাবন, হ্যাকারি ছেড়ে গায় প্রেমের গান।
নাহিদের চোখের জলে, ঝরে পড়ে ভালোবাসার চোয়াল।

স্নেহের সমুদ্রে ডুবে, ভাসছে প্রতীক্ষন।
নাহিদ ভাই, পিরিত থেকে এসো, ঘুরে দেখো তোমার স্থান।।

নাহিদ ও প্রেম – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj