মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

কুমিল্লা কোম্পানিগঞ্জের বেপরোয়া গাড়ী চালকদের জন্য জাঁদরেল ট্রাফিক পুলিশ চাই 

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭ টাইম ভিউ

[ad_1]

মোহাম্মদ ইমাদ উদ্দীন : কুমিল্লা জেলার মুরাদনগর থানার অন্তর্গত কোম্পানিগঞ্জ একটি স্টেশন। এই স্টেশনের মাঝ দিয়ে অতিক্রম করেছে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলা। ছাত্র–ছাত্রীরা রাস্তা পারাপার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করেন পায়ে হেঁটে, কেউ–বা বাই চাইকেল নিয়ে। এই সড়কে জেব্রা ক্রসিং লাইন নাই বললে চলে। এমনকি ট্রাফিক পুলিশও। গুরুত্বপূর্ণ ও কর্মব্যস্ততম কোম্পানিগঞ্জ এলাকায় কোনো ট্রাফিক পুলিশ না থাকার কারণে প্রতিদিন ছাত্র–ছাত্রী ও সাধারণ মানুষরা রাস্তা পারাপার হতে হিমশিম খেতে হচ্ছে। রাস্তায় যানবাহনগুলো মেনে চলছে না কোনো ট্রাফিক আইন। এ ছাড়াও, প্রায় সময় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এবং রাস্তার মাঝে গাড়ী পার্কিং এর মাধ্যমে যানজটের সৃষ্টি করে। ফলে দীর্ঘক্ষণ গাড়ির যাত্রীদের অপেক্ষার প্রহর গুণতে হয় এবং যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষদেরও অসুবিধা হয়ে পড়ে। যার ফলে যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে কর্মজীবীদের। তাছাড়া গাড়ির অধৈর্য্য বিরক্তিকর হরণ বাজানোর কোনো কমতি নেই। অতএব কোম্পানিগঞ্জ এলাকায় ট্রাফিক পুলিশ ও ট্রাফিক আইন জারির মাধ্যমে চলাচলের ক্ষেত্রে বিশেষ সহায়ক হওয়ার জন্য ট্রাফিক প্রশাসন কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ প্রকাশ করছি।

সংগঠক ও কলামিস্ট।

[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |