মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে কালিরছড়া কাঞ্চিরাঘোনায় অভিযান 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


স্টাফ রিপোর্টার, ঈদগাঁও॥ কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জের কালিরছড়া বিটের কাঞ্চিরা ঘোনা এলাকার সংরক্ষিত বনভুমিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তা মেহেরঘোনা রেঞ্জের রিয়াজ রহমানের নেতৃত্বে ৩ সেপ্টেম্বরে এক অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের কাজে ব্যাবহৃত একটি ড্রেজার মেশিন ভেঙ্গে দেয়া ও উত্তোলিত বালু জব্দ করা হয়। সেই সাথে একটি বেড়ার ঘর ভেঙে দেওয়া হয়।

অভিযানে মেহেরঘোনা রেঞ্জের সকল বিটের বিট অফিসার,স্টাফ ও ভিলেজারগণ অংশগ্রহণ করেন। আসামি পালিয়ে যাওয়ায় আটক সম্ভব হয়নি। পি,ও,আর বন মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

IT Amadersomaj