রাধারমণ দত্তের জন্মস্থান পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


রিয়াজ রহমান : দামাইল গানের জনক বৈঞ্চব কবি রাধারমন দত্তের স্মৃতি বিজড়িত সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকায় রাধারমন দত্তের জন্মস্হান, সমাধিস্থল, রাধারমন কমপ্লেক্্র এর নির্দিষ্ট স্থান পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব সত্যজিত কর্মকার।

শনিবার (৯সেপ্টেম্বর) পরিদর্শনকালে তিনি রাধারমণ কমপ্লেক্স নির্মাণ কাজের আশ্বাস প্রদান করেন। পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিবের এমন আশ্বাসে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ ও এলাকাবাসী আননন্দিত হয়েছে।

এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুইয়া, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলার তাজিবুর রহমান রহমান, যুগ্ম সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, নির্বাহী সদস্য টুনু মিয়া, সদস্য তেরাই মিয়া, তৈয়ব আলী,মখলিছ মিয়া, মিজানুর রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

গুনী এ বৈঞ্চব কবি রাধারমন দত্তকে নতুন প্রজন্মের কাছে স্মরনীয় ও বরনীয় করে রাখতে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ গঠন করা হয়। রাধারমন কমপ্লেক্সটি নির্মিত হলে দেশ বিদেশে অবস্থানরত রাধারমন ভক্তরা কমপ্লেক্সে এসে সাংস্কৃতিক চর্চাসহ রাধারমনের জীবণ ও কর্ম নিয়ে গবেষনা করতে পারবেন।

IT Amadersomaj