Google search consol ownership verification process

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


 Google Search consol ownership verification

Google Search Console (GSC) হল একটি ওয়েব পরিষেবা যা ওয়েবমাস্টারদের তাদের ওয়েবসাইটগুলির URL inspection, Indexing, crawling,Mobile usability, Breadcrumb, page Experience, Sitemap,website performance ইত্যাদি বিষয়গুলো মনিটরিং করতে সাহায্য করে।এটি Google Webmaster Tools নামে পরিচিত ছিল, কিন্তু 2015 সালের মে মাসে এর নাম পরিবর্তন করা হয় Google search consol হিসাবে।

আপনাকে এইসব সুবিধাসমূহ পেতে হলে অবশ্যই আপনার ওয়েবসাইটটি Google search consol এ যোগ করে নিত হবে,আর যখনি একটি ওয়েবসাইট Search consol এ যোগ করতে যাবেন তখনি প্রয়োজন পড়বে Ownership verification এর। মানে ওই ওয়েবসাইটটি যে আপনার সেটি ভেরিফাইড করতে হবে।তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে Google search consol এ ওয়েবসাইট যোগ এবং Ownership verification করতে হয়।

Google Search consol ownership verification: 

প্রথমেই Google search consol এ গিয়ে ইমেইল দিয়ে লগিন করে নিতে হবে-

Google Search consol ownership verification

এরপর নিচের মত Start now এ ক্লিক করতে হবে।

Google Search consol ownership verification

নিচে ২টি অপশন দেখতে পারবেন এখন থেকে আমরা যেহেতু আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটকে search consol এ যোগ করবো তাই প্রথম অপশন “ডোমেইন ” টি বেছে নিব।

এখানে ডোমেইন নেইম দিয়ে Continue এ ক্লিক করুন।

Google Search consol ownership verification

তারপর উক্ত কোডগুলো কপি করুন-

Google Search consol ownership verification

এখন আপনার ডোমেইন এর ওনারশিপ ভেরিফাই করার জন্য ডোমেইন এডমিন প্যানেলে যেতে হবে।

Google Search consol ownership verification

আমার ডোমেইনটি নেইমচীপ থেকে নেওয়া তাই আমি এখানে লগিন করে নিব।

Google Search consol ownership verification

ডোমেইন এডমিন প্যানেল হতে “my account ” এ যেতে হবে।

Google Search consol ownership verification

এরপর ডোমেইন লিস্ট হতে ওই ডোমেইনটির “Advanced DNS” এ যেতে হবে।

Google Search consol ownership verification
Google Search consol ownership verification

Advance DNS এ আশার পর “HOST Record” এর নিচে Add new Record এ ক্লিক করবো।

Google Search consol ownership verification


এখানে আমাদের একটি Dns Record যোগ করতে হবে:

Record Type : TXT record 

Host:@

Valu: এখানে Search consol হতে পাওয়া কোড গুলো দিতে হবে।

TTL: Automatic 

Google Search consol ownership verification


সব শেষ হলে Save Changes এ ক্লিক করি।

Google Search consol ownership verification


আমাদের New Dns record টি যোগ হয়ে গেল।

এখন আবার search consol এ ফিরে যাই এবং Verify এ ক্লিক করি-

Google Search consol ownership verification
Google Search consol ownership verification

ফাইনালি আমাদের Search consol ownership verification কম্পলিট,এখন আপনি গুগল ওয়েবমাস্টার টুলস হতে সব ধরনের সেবা নিতে পারবেন।

Google Search consol ownership verification

শেষকথা: উক্ত লেখাগুলোর মধ্যো যদি ভূল কিছু থাকে অবশ্যই ধরিয়ে দিবেন এবং কোন কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন।

পোস্টটি প্রথম প্রকাশিত: এখানে



IT Amadersomaj