ফুলপুরে ইউনিয়ন পরিষদ ভবন গুলোতে নেই স্থায়ী ইউনিয়ন সচিব

লেখক: Amadersomaj
প্রকাশ: ১২ মাস আগে


রবিউল হক বাবু, ফুলপুর ময়মনসিংহ: ফুলপুরে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ গুলোতে দেখা গিয়েছে স্বায়ী কোন ইউনিয়ন পরিষদ ভবনে দায়িত্ব পালনে সচিব নেই। এদিকে সাধারন আমজনতার ভোগান্তির শেষ নেই।

ইউনিয়ন পর্যায়ে সরকারি সচিব না থাকায় সচিবের স্বাক্ষর জাল করে কিছু অসাধু লোকো বল মাধ্যমে লুটপাট করে খাচ্ছে ইউনিয়ন পরিষদ আন্ডারের প্রতিনিধিত্ব জনসেবক কর্মীরা।

আসলে সচিব বিহীন কিভাবে একটি ইউনিয়ন পরিষদ চলে/ চলমান-চিত্রে তা দেখা। ভেবে চিন্তে কোন কুল মিলছে আমজনতার মূখে।

অথচ নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক পরিষদ রয়েছে সচিবের বেতন ভাতা ভোগ করছে আরেকজনে এমনই খবর কানে আশপাশ ঘুড়ে বেরাচ্ছে।

আপনার আমার পরিষদে আপনি নিজে একটা কাজ নিয়ে আসলেও দেখা মিলবে সজিবের স্বাক্ষর দিচ্ছে তারা। আসলেই তারা কারা??

পরিষদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে সপ্তাহে ৩ দিন আসা যাওয়া মধ্য থাকে। কিন্তু সাধারণত মানুষের অভিযোগ যে, ওনারা কখন, কিভাবে, কোন সময়ে অফিসে আসা যাওয়া করে তা দেখতে পাওয়া যায় না।

এমনই ইউনিয়ন পরিষদ গুলোতে কাগজ পত্রে নাম রয়েছে, কিন্তু অফিস বারান্দায় আসে কিনা সেটা এক মাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালোই জানেন। অভিযোগের শেষ নেই।

পরিশেষ ফুলপুর উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ইউনিয়ন পরিষদের আমজনতা। যে সকল ইউনিয়ন পরিষদ ভবন গুলোতে স্বায়ী কোন সচিব নেই, সচিব বিহীন চলমান-চিত্রে রহিয়াছে সেই সকল ইউনিয়ন পরিষদ ভবনে দ্রুত সচিব নিয়োগের ব্যবস্হা গ্রহণের জোর দাবিতে অবহেলিত জনগোষ্ঠীর পরিষদের সাধারণ মানুষ।

IT Amadersomaj