মোহাম্মদ শেখ শাহিনুর রহমান-এর কবিতা শ্যামসুন্দর পুরুষ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১২ মাস আগে


ডাকবাক্সের ঠিকানা জানা নেই,
চিঠিখানা শোকের অন্ধকারে।
সেই চিঠি যা পাঠিয়েছিলাম শ্যামসুন্দরের কাছে,
আজও পৌছায়নি তার দুয়ারে।

সময় কাটল, রিমঝিম বর্ষা হল,
তবু সেই চিঠির খবর মিলল না।
প্রেমের সে পথে জড়িয়ে ছিল আশা –
আমার স্বপ্নের সাথে,
কিন্তু সে আশা শুধু ফিরে আসল বিষাদে।

চিঠির মধ্যে থাকা প্রেমের কথা,
জানলো না স্নেহ, যত্ন, ভালোবাসা।
হয়ত এভাবেই পড়ে থাকবে আজীবন মোর দুয়ারে,
অপেক্ষায় ভালোবাসা।

শ্যামসুন্দর পুরুষ – কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

IT Amadersomaj