ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১২ মাস আগে


স্টাফ রিপোর্টার : কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়ার নেতৃত্বে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

গতকাল সকাল ১১ টায় ঈদগাঁও উপজেলাধীন ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালি এলাকায় যৌথ অভিযানে সরকারি ও ব্যক্তিজমি থেকে অবৈধ ভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু রেঞ্জ অফিসার ও স্থানীয় ইউপি সদস্যের জিন্মায় রাখা হয়।

একই সাথে জব্দকৃত বালুর পরিমাণ ও মুল্য নির্ধারণ করার জন্য পৃথকভাবে ২টি কমিটি করে দেয়া হয়। কমিটিকে আগামী ৫ কার্যদিবসে মধ্যে বালুর পরিমাণ ও মূল্য নির্ধারণপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেয়া হয়।

এছাড়া এই অবৈধ কাজের সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করে ০৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।

এ সময় মেহেরঘোনা রেঞ্জ রিয়াজ রহমান, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।



Source link

IT Amadersomaj