স্মার্টফোনে জুয়া খেলা : ধ্বংসের পথে যুব ও তরুন সমাজ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : সাম্প্রতিক সময়ে জমে উঠেছে স্মার্টফোনের মাধ্যমে লুডু খেলা। যেটি এখন জুয়ায় পরিণত। এতে করে দিনদিন ধ্বংসের পথে স্মার্টফোনে আসক্ত হওয়া বর্তমান প্রজন্মের ছাত্র ও যুবসমাজ।

একসময়ে যে লুডু খেলার বোর্ড ছিল কাগজের তৈরি, বর্তমানে সে খেলাটি স্মার্ট ফোনে সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যায়। আর সেই স্মার্টফোনের মাধ্যমে দিনে কিংবা গভীর রাত পর্যন্ত দোকান, রাস্তাঘাটে চলছে জুয়ার আসর। যেন দেখার কেউ নেই।

দেখা যায়, ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর, যুবক,শিক্ষার্থীরা গ্রাম গঞ্জের অলি-গলি, চায়ের দোকান কিংবা রাস্তার পাশে বসে এসব খেলায় আসক্ত।

জানা যায়, স্মার্টফোনে সফটওয়্যার ইন স্টল করে চারজন মিলে খেলাটি খেলা যায়। মোবাইলে এ খেলার প্রবণতা বেশি চোখে পড়ে।

স্থানীয় কজনের মতে, গেম শেষ হতে প্রায় আধঘন্টা মত লাগে। প্রতি গেমে বাজি ধরা হয় বহু টাকা। আবার কোন কোন ক্ষেত্রে টাকার পরিমাণ বেশি হয়।

অনেকে জানান, বেশীরভাগ’ই বর্তমান যুবকরা এই খেলাটি চায়ের দোকান বা নিরব কোন স্থানে এমনকি প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটে খেলতে দেখা যায় এ জুয়া। যারা লুডুর মাধ্যমে জুয়া খেলে, তারা একযোগ হয়ে একটি মোবাইলের মাধ্যমে এ খেলাটি খেলতে বসে।

সচেতন মহলের মতে, এসব খেলায় যখন সর্বস্ব হারিয়ে ফেলে, তখন তারা নানা অপরাধে সঙ্গে জড়িয়ে পড়েন। আবার দেখা যাচ্ছে অনেকের পরিবারে নানা ধরনের কলহ বিবাদ সৃষ্টি হয়। তাই এ খেলা বন্ধে জরুরি ভিত্তিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



Source link

IT Amadersomaj