পূজা মন্ডব পরিদর্শন করেছেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ড. জাহেদুল হক জাহিদ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. জাহেদুল হক জাহিদ নওগাঁ-ছয় আত্রাই-রাণীনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন।

সোমবার (তেইশ অক্টোবর) দিনভর পূজার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নওগাঁ-ছয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. জাহেদুল হক জাহিদ আত্রাই উপজেলা আওয়ামী লীগের এক নং সাবেক সদস্য পদে ছিলেন। আওয়ামী লীগের দুঃসময়ের সহযাত্রী বঙ্গবন্ধুর আদর্শের এ সৈনিক।

জানা গেছে, উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে পূজার্থীদের সাথে মিলিত হয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচারর কাজে ব্যস্ত সময় পার করেন তিনি। এ সময় নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার প্রধান হিসেবে ভোটাধীকার প্রয়োগ করার আহ্বান জানান উপস্থিত জনগনকে।

পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ-ছয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড.জাহেদুল হক জাহিদ জানান, সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব দূর্গোৎসব। পূজা মন্ডব এলাকায় সকল শ্রেণী পেশার মানুষেরই আগমন ঘটে। একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক ও আওয়ামী লীগের একজন প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব তাদের খোঁজ খবর নেওয়া। তা ছাড়া আপদমস্তক আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক। সেই হিসেবে সরকারের প্রচার-প্রচারণা আমার আদর্শিক দায়িত্বে পড়ে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো সরকার প্রধান হিসেবে দেখতে জনগনের সহযোগীতা কামনা করছি।

নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মাননীয় সভানেত্রী এ আসনে যাকে মনোনয় দিবেন দলীয় স্বার্থে তার হয়ে কাজ করা আমি মনে করি নীতিগত দায়িত্ব।

IT Amadersomaj