গঙ্গাচড়ায় পূজা মণ্ডপ পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনারসহ জেলা কর্মকর্তাবৃন্দ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পূজা মন্ডব পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সোমবার নবমীর রাতে ৪ নং সদর ইউনিয়নের ধামুর পূর্বপাড়া সর্বজনীন দূর্গা মন্ডপ পরিদর্শনে আসেন রংপুর বিভাগীয় কমিশনার , ডিসি , এসপিসহ রংপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

মন্ডব পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান আয়োজকবৃন্দের প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করে সকল মানুষের মধ্যে আনন্দঘন সম্প্রীতি বজায় রাখাসহ সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার কথা বলেন। এছাড়া শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে জাতিভেদে সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ, উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ুক এ কামনা করেন।

এসময় পূজা মন্ডব পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো:আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান,পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, ডিডিএলজি নিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক এ,এম,ডব্লিউ রায়হান শাহ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো: রুহুল আমিন শরীফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায়, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ,গণমাধ্যমকর্মী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

IT Amadersomaj