শার্শা থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার-২

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


যশোর অফিস : যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার সহ দুই মাদককারবারীকে আটক হয়েছে, পালাতক দুই, বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ কর্তৃপক্ষ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার (১৫ নভেম্বর ২০২৩ খ্রিঃ) গোড়পাড়া পুলিশ ক্যাম্প, শার্শা থানা, যশোরে কর্মরত এসআই(নিঃ) মোঃ সালাউদ্দিন খান, এএসআই(নিঃ) মোঃ আমজাদ হোসেন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে ইং- ইং-১৫/১১/২০২৩ তারিখ ২১.৫৫ ঘটিকায় শার্শা থানাধীন লক্ষনপুর বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, শার্শা থানাধীন দূর্গাপুর গ্রাম হইতে বহিলাপোতা গ্রামের দিকে পায়ে হেটে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসিতেছে। প্রাপ্ত তথ্য মতে সঙ্গীয় অফিসার ফোর্স’সহ ইং-১৫/১১/২০২৩ তারিখ ২২.০৫ ঘটিকায় শার্শা থানাধীন লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল জব্বার (ইউপি সদস্য), পিতা-মোঃ হালিম এর বাড়ির অনুমান ১০০ গজ দক্ষিনে বিদ্যুতের খুটির সামনে ইটের রাস্তার উপর পৌছাইলে চারজন ব্যক্তি কাধে বস্তা সহ পায়ে হেটে আসতে দেখিয়া থামার সংকেত দিয়ে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি দেখিতে পাইয়া উক্ত ব্যক্তিগণ দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ আলম শেখ (৩৮) ও ২। মোঃ লাল্টু মোড়ল (৩৫) দ্বয়কে তাদের নিজ কাধে বহন করা অবস্থায় মোট ০২টি বস্তা সহ ধৃত করেন এবং অপর দুইজন আসামী তাদের কাধে থাকা ০২টি বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালাইয়া যায়। তখন উপস্থিত সাক্ষী সহ আরো অনেকের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের কাধে থাকা লাল-হলুদ রংয়ের ০২টি প্লাস্টিকের বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা অবস্থায় সর্বমোট ০৮ প্যাকেট মাদকদ্রব্য গাঁজা, ও পলাতক আসামীদ্বয়ের ফেলে যাওয়া লাল-হলুদ রংয়ের ০২টি প্লাস্টিকের বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা অবস্থায় সর্বমোট ০৪ প্যাকেট মাদকদ্রব্য গাঁজা, যাহার প্রতিটি প্যাকেটের ওজন ০২(দুই) কেজি করে মোট ২৪ (চব্বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় পলাতক আসামী দু’জন।  পলাতক আসামীরা ১। মোঃ হাহাবিবুল্লাহ ওরফে হাববুল্লাহ (৩০), পিতা-মোঃ ওলিয়ার রহমান, ২। মোঃ সামাজুল ওরফে টেন্ডেল (২৮), পিতা-মৃত রিয়াজুল মল্লিক, উভয় সাং-রঘুনাথপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

এ ঘটনায় শার্শা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ এর ধারায় মামলা রুজু করা হয়েছে যার নং-১৫, তারিখ: ১৫/১১/২০২৩।



Source link

IT Amadersomaj