সীতাকুণ্ডের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি

লেখক: Amadersomaj
প্রকাশ: ১২ মাস আগে


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড : চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করায় ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে সংসদ সদস্য পদে দলীয় প্রতিদ্বন্দ্বিতার জন্য গত ৩০ অক্টোবর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এস এম আল মামুন।

এ কারণেই ১২ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত একটি চিঠি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।

চিঠিতে সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলিকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি প্রতিনিধি কে বলেন, তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনের শতভাগ চেষ্টা করবেন তিনি। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।তানি আরো বরেন,আমাকে এখানে অনেক লড়াই করে টিকে থাকতে হয়েছে,মহিলা বলে প্রতিনিয়তই অবহেলার স্বীকার হতে হয়েছে আমাকে।

IT Amadersomaj