গুরুদাসপুরে নেই বিএনপির নেতারা – বাংলাদেশ সকাল

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের গুরুদাসপুরে গ্রেফতার এড়াতে বিএনপি নেতারা গাঁ ঢাকা দিয়েছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ শিবিরে চলছে নানা আনন্দ উদ্দীপনা উচ্ছ্বাস নির্বাচনী আমেজ। নির্বাচনকে সফল করতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে আছে আওয়ামী লীগ।

ইতিমধ্যে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী সহ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন ফরম তুলেছে অনেকেই। সেই সাথে শান্তি সমাবেশ মোটরসাইকেল শোভাযাত্রাসহ ৬১ নাটোর ৪ নির্বাচনী এলাকা গুরুদাসপুর – বড়াইগ্রাম আসনে আওয়ামী লীগ জোট সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে চলছে গণসংযোগ শোভা পাচ্ছে দেওয়ালে দেওয়ালে বিলবোর্ড ব্যানার ফেস্টুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকার পক্ষে চলছে নির্বাচনী প্রচারণা। এবং যুক্ত হয়েছে আওয়ামী লীগের নতুন থিম সং।

অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন সহ এক দফার দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসাবে গত ২৮ শে অক্টোবর ঢাকার মহাসমাবেশের পর থেকে গ্রেফতার এড়াতে গুরুদাসপুরে বিএনপির নেতা শূন্যতায় পড়েছে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী সামর্থকরা।

সরজমিনে খোঁজখবর নিয়ে জানা যায় গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আলী শেখ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোহাম্মদ মশিউর রহমান বাবলু সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল সরকার, বিএনপি নেতা ব্যারিস্টার আবহেনা মোস্তফা কামাল রঞ্জু সহ বিএনপি’র শীর্ষস্থানীয় নেতাদের চলমান হরতাল অবরোধ কর্মসূচি সফল করার আন্দোলনেও মাঠে দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র একাধিক সূত্র জানায় মূলত গ্রেফতার এড়াতেই তারা কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ না করে এক রকম আত্মগোপনে রয়েছে তবে সবার সাথে সকলের যোগাযোগ অব্যাহত রয়েছেন বলে জানান।

তবে নাটোরের গুরুদাসপুর পৌর সদরে বিশৃঙ্খলা এড়াতে জনগণের জান মালের নিরাপত্তা সহ ব্যবসা-বাণিজ্য নিরবিচ্ছিন্ন রাখতে ইতিপূর্বে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা কোন সরকারের আমলে কখনোই হরতাল অবরোধের মত কোন ভারি কর্মসূচি পালিত হয়নি বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

IT Amadersomaj