[ad_1]
এ তুমি কেমন প্রেমিক
ভালোবাসো, অথচ আমায় চাওনা!
দিনরাত কাব্য শোনাও,
শাল পিয়ালের বনে হাঁটাও!
এ তুমি কেমন প্রেমিক
কলকল নদী বয়ে যায়,
তুমি স্পর্শ করোনা
শুধু দেখো আঁকাবাঁকা ঢেউ কবিতায়!
যদি সত্যি ভালোবাসো
তবে আমাকেও চাও,
দু’চার পা চললেই
গন্তব্য হাতের মুঠোয়।
আমায় চাওনা – মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]