যশোর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে বিদেশী মদ ও ইয়াবাসহ চিহ্নিত মাদককারবারী সাব্বির গ্রেফতার

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


মোঃ মাকবুল হুসাইন সুলতান: যশোর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২৯ বোতল বিদেশী মদ ও একশত পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। সোমবার,  ৪ নভেম্বর এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, ০৪ নভেম্বর  এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে  সকাল ১০.১৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীণ ধোপাখোলা পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক জাহিদুল ইসলাম, পিতা-মৃত বাবর আলী এর বসত বাড়ির পূর্বপাশে ইটের সলিং রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা পলাতক আসামীদের ফেলে যাওয়া মতে ০১ (এক) টি প্রাইভেটকার এবং প্রাইভেটকারের মধ্যে হতে মোট ২৯ (উনত্রিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করেন।  এ সংক্রান্তে এএসআই নাজমুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

একই দিনে পৃথক অপর একটি অভিযানে ডিবি যশোরের এসআই হরষিত রায়, এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এএসআ মোঃ নাজমুল ইসলাম, এএসআই মোজাম্মেল হোসেন ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিকাল  ৫.১০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীণ শেখহাটি তরফ নওয়াপাড়া সাকিনস্থ পলিটেকনিক কলেজ রোডস্থ সাজনা ইন্টারন্যাশনাল এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ সাব্বির উল্লাহ(৩৫), পিতা-মৃত আসাদুল্লাহ দেওয়ান বাবর, মাতা-মোছাঃ দেলোয়ার আক্তার, সাং-ঘোপ জেল রোড বেলতলা, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

এ সংক্রান্তে এসআই হরষিত রায় বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

IT Amadersomaj