তোমার স্নেহময় জীবনে আমার ভালবাসার অনুভূতি প্রকাশ করার জন্য আলাদা করে কোন শব্দ নেই। আজকের এই বিশেষ দিনে তোমার জীবনের আগন্তুক প্রতিটি কর্মকে স্বাগত জানাই তার সাথে জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালোবাসা। পৃথিবীর সমস্ত খুশির শুভেচ্ছা জানালাম তোমাকে।তোমার জীবনের উজ্জ্বল আনন্দ তোমার পথকে আলোকিত করুক, প্রতিদিনের যাত্রা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে আসুক। শুভ জন্মদিন স্নেহের ছোট ভাই, কবি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার,মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
লেখক ও কলামিস্ট।