বর্ষবরণের রাতে কলকাতার মহানগরী কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


কলকাতা থেকে মনোয়ার ইমাম : ইংরেজি নববর্ষ ২০২৪ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরই পশ্চিম বাংলা র কলকাতা শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে করে অপ্রিকর কোন ঘটনা না ঘটে। সেই সঙ্গে প্রতিটি রাস্তা র মুখে সি সি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে কলকাতার লালবাজার থেকে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং মোড়ে মোড়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।

কয়েক বছর আগে বর্ষবরণের রাতে একটি মহিলা কে বাঁচাতে গিয়ে কলকাতা পুলিশের সার্জেন্ট বাপি সেন খুন হন। এবং কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় একটি মহিলা কে অপহরণ করে ধর্ষণের শিকার হন। তখন থেকেই টনক নড়ে কলকাতা পুলিশের। আজ ঠিক রাত বারোটায় কলকাতার প্রাচীন সেন্ট জেভিয়ার্স ও সেন্ট পলস চার্জের গীর্জায় প্রার্থনা শুরু হবে। সেই সঙ্গে নতুন বছরের আরম্ভ হবে। নতুন বছরের রাজ্যে বাসীকে শুভেচ্ছা জানান পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী ও পশ্চিম বাংলা র বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

IT Amadersomaj