[ad_1]
প্রিয় ভিজিটর ভাই ও বন্ধুরা আজকে আমি যে রেডিও এ্যাপটির কথা বলবো এটি খুবই জনপ্রিয় একটি অনলাইন রেডিও এ্যাপ। এটি দিয়ে আপনারা সমস্ত রেডিও স্টেশনগুলোর প্রচার লাইভ শুনতে পারবেন।
একটি কথা ক্লিয়ার করে বলতে চাই সেটি হলোঃ এই যে রেডিও এ্যাপটি এটি চালাতে নেট কানেকশনের প্রয়োজন হবে; এখানে নেটের প্রয়োজন হবে শুনেই অনেকে হয়তো ঘাবড়ে যেতে পারে। কিন্তু শুনেন ভাই এটা যে আহামরি মেগাবাইট বার্ন করে তা কিন্তু নয়, আপনি ৩০ মিনিট রেডিও শুনলে সর্বোচ্চ ১০-১৫ মেগাবাইট খরচ হতে পারে।
একথা গুলো বলার কারন হলো আমি একজন ডাটা ইন্টারনেট ব্যবহারকারী, আমি জানি বর্তমান সময়ে ডাটার প্রাইজ। আর এতো দামের মেগাবাইট এফএম রেডিও শুনে কেনই বা নষ্ট করবো? এটা দিয়ে যদি প্রচুরপরিমাণে মেগাবাইট খরচ হতো তাহলে এটা নিয়ে কখনোই আর্টিকেল লিখতামনা।
আমি একজন এফএম রেডিও প্রেমিক আমার কাজের ফ্রি সময়ে রেডিও শুনতে ভালো লগে। এরকম যারা রয়েছে তাদের জন্যই এই পোস্ট টি লেখা। আপনরা কেউ যদি ডেক্সটপ অথবা ল্যাপটপ দিয়ে শুনতে চান তাহলে তা ও পারবেন তার জন্য যা করতে হবে সেগুলো আমি পোস্টের শেষের দিকে বলে দিবো।
প্রথমে আপনি প্লেস্টোরে গিয়ে সার্চ করুন Radio Garden লিখে তাহলেই নিচের স্কিনসটের মতো আসবে।
এ্যাপটি ইন্সটল হলে Open এ ক্লিক করুন
এরপর এই আইকনে ক্লিক করুন
এরপরে এইরকম একটি ম্যাপ দেখতে পাবেন, এখানে যে সবুজ ডট ডট চিন্হ গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বিশ্বের সকল রেডিও স্টেশনগুলো।এগুলো সবগুলোই আপনি শুনতে পারবেন, এখন আমাদের লেকেশন ট্রাক করে ঢাকা স্টেশনে নিয়ে গেছে। এরপর আপনি ঢাকা লেখায় ক্লিক করবেন তাহলে নিচের মতো ঢাকা এরিয়ার সকল রেডিও স্টেশন শুলোর নাম দেখতে পাবেন এবং যেটি শুনতে চান সেটিতে ক্লিক করলেই চলা শুরু করবে।
একটি কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে তা হলোঃ নেট কানেকশন অন থাকতে হবে সুতরাং একবার নিশ্চিত হয়ে নিন কানেকশন ঠিকআছে কিনা। এরপরে গুগল ক্রোম বা যেকোনো ব্রাউজার দিয়ে গুগলে প্রবেশ করে সার্চ করুন Radio Garden লিখে তাহলে এই নামে একটি ওয়েবসাইট দেখতে পাবেন সেখানে প্রবেশ করলেই মোবাইল এ্যাপের মতো সকল ইন্টারফেস দেখতে পাবেন।
আরো পড়ুনঃ Bangla Calendar 2024 Bangladesh | বাংলা ক্যালেন্ডার ২০২৪ – (Full HD Calendar)
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |