এ বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের বিশ্বাস, বিপিএলে পারফর্ম করলে বিশ্বকাপে খেলা সহজ হবে তাদের জন্য।
মঙ্গলবার সাংবাদিকদের মিরাজ বলেন, ‘বিশ্বকাপের আগে বিপিএলটা হচ্ছে, এটা অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে, ভালো প্রস্তুতিটা থাকবে। বিশ্বকাপের আগে আমরা যদি এরকম একটা টুর্নামেন্ট খেলি, আমাদের বিরাট একটা সুবিধা থাকবে। এখানে পারফর্ম করলে বিশ্বকাপে গিয়ে খেলাটা সহজ হবে।’
‘গত বছর যেমন বিপিএল থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে, শান্ত পারফর্ম করেছে, তাওহীদ হৃদয় পারফর্ম করেছে। ওদের কিন্তু এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা একটু সহজ হয়ে গিয়েছে। শান্ত কিন্তু টানা দেড় বছরে আন্তর্জাতিকে অনেক রান করেছে। হৃদয় অনেক রান করেছে। এটা কিন্তু একটা প্রভাব পড়ে যে, বিপিএলে ভালো খেললে আন্তর্জাতিকে আমরা সার্ভিস দিতে পারব। তো এখানে পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ।’
কেন পারফর্ম করা গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যায় মিরাজ বলেন, ‘কারণ এখানে বিশ্বের অনেক ক্রিকেটার আসবে। ওদের সঙ্গে ভালো খেলা, ড্রেসিং রুম ভাগাভাগি করা, অনেক কিছু শেখা যায়। একটা পরিবেশের মধ্যে থাকা হয়। আশা করি এটা খুব গুরুত্বপূর্ণ হবে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |