[ad_1]
কথা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো,
আমি আসব তোমার কাছে।
হৃদয়ের দরজা খুলে দিও,
আমি ভিতরে ঢুকব।
তোমার চোখের দিকে তাকিয়ে
আমি বলব তোমার নাম,
তুমি শুনবে আমার ডাক,
আমি তোমার কাছে আসব।
তোমার হাতে হাত রেখে
আমি বলব তোমার কথা,
তুমি শুনবে আমার কথা,
আমি তোমাকে বুঝব।
তোমার মনের ভেতর ঢুকে
আমি দেখব তোমাকে,
তুমি দেখবে আমাকে,
আমরা দুজন মিলব।
কথা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো,
আমি আসব তোমার কাছে।
তুমি আমার নাম ধরে ডেকো,
আমি তোমার কাছে আসব।
কথা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |