[ad_1]
তোমার ঠোঁট, যেন রক্তজবা,
রঙে লাল, রসে মধুমাখা।
যখন হাসো, তখন মনে হয়,
কোন এক রঙিন মেঘখানি
আকাশে উড়ছে,
হাসি তার ঝলকানি।
তোমার ঠোঁট, যেন এক মধুভান্ড,
যেখানে আমি হারিয়ে যাই,
যেখানে আমি ভুলে যাই,
দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা।
তোমার ঠোঁট, যেন এক স্বর্গ,
যেখানে আমি থাকতে চাই,
যেখানে আমি থাকতে চাই,
চিরকাল, চিরকাল।
তোমার ঠোঁট, যেন এক আশীর্বাদ,
যে আমাকে করেছে ধন্য,
যে আমাকে করেছে ধন্য,
প্রেম, ভালোবাসায়।
তোমার ঠোঁট, যেন এক রহস্য,
যে আমি কখনোই ভেঙে দিতে পারি না,
যে আমি কখনোই ভেঙে দিতে পারি না,
আমার ভালোবাসার বন্ধনে।
তোমার ঠোঁট - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |