[ad_1]
আজ আছি দেখে যাও
কোনো একদিন চৈত্রের খরার মতো
ভেঙে চুরমার হয়ে যাবে হৃদয়।
শিশির বিন্দুর মতো
অকালে ঝড়ে যাবে প্রাণ।
প্রাণহীন দেহটা হিমশীতল
পোকামাকড় করবে গ্রাস।
আজ আছি দেখে যাও
অমরত্ব যার নাই,
দুচোখে জলের বন্যা বয়।
ক্ষণিকের জন্য হলেও
আজ আমি তোমার পাশে
তোমার কথা শুনি,
তোমার হাসি দেখি।
আজ আছি দেখে যাও
কাল আমি থাকব না
আমার স্মৃতি তোমার হৃদয়ে
অম্লান থাকবে।
আজ আছি দেখে যাও - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |