[ad_1]
কুসুম কোরকরে বাতাসে,
বসন্তের গান গায়,
কিন্তু মনের আকাশে,
কালো মেঘের ছায়া।
বসন্ত আসে যায়,
সুদিন আর আসে না,
দুঃখের ভারে,
হৃদয় বেদনায় ভাসে।
কত বসন্ত এলো,
কত বসন্ত গেলো,
সুখের স্বপ্ন,
সবই অধরাই রইলো।
বসন্তের ফুলে,
মনটা ভরে না,
দুঃখের কাঁটা,
হৃদয় বিদারণ করে।
বসন্ত আসে যায়,
সুদিন আর আসে না,
কবে হবে মনের,
অন্ধকার দূর?
কবে উঠবে সূর্য,
আমাদের জীবনে,
কবে ফুটবে,
সুখের ফুল সকলের হৃদয়ে?
বসন্ত আসে যায়, সুদিন আর আসে না! - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |