[ad_1]
নীল জলরাশির কোলে,
সোনালী বালির বেলায়,
মায়াবী রূপে হেসে আছে,
কুয়াকাটা সমুদ্র সৈকত।
কখনো রুদ্রমূর্তি ধরে,
ঢেউয়ের তীব্র আঘাতে,
কখনো মৃদু হাসি ছড়ায়,
শান্ত স্নিগ্ধ জলে।
সেই ঢেউয়ের গান শুনে,
মন হারিয়ে যায়,
অসীম আকাশের দিকে,
চোখ পানে উঠে যায়।
সোনালী বালিতে পা রেখে,
হেঁটে যাই যখন, মনে হয় যেন,
হারিয়ে গেলাম,
রূপকথার জগতে।
দূর দিগন্তে,
জাহাজের ছায়া,
দেখা যায়, সে দৃশ্য দেখে, মন ছুঁয়ে যায়।
সূর্যাস্তের রুপ দেখে,
মন ভরে যায়, আকাশের রঙ,
যেন রংধনুতে ভরে যায়।
সেই সুন্দর দৃশ্য দেখে,
মন ভরে যায়,
আর বারবার যেতে ইচ্ছে করে,
কুয়াকাটা সমুদ্র সৈকত।
সাগর কণ্যা কুয়াকাটা সমুদ্র সৈকত - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |