[ad_1]
আজি ফাগুনের দিন,
বসন্ত এলো দরজায়,
ফুলে ভরে গেলো,
মন, প্রাণ, মাঠ, বন, বায়ু।
কুহুতান বাজে,
কোকিলের কণ্ঠে,
মধুর গান গায়,
প্রকৃতির সুখে।
পলাশ, শিমুল,
রাঙিয়েছে আকাশ,
নবীন পাতায়,
ঝলমল করে আলো।
দক্ষিণা বাতাস,
স্পর্শে মন ভরে,
উৎসবের আনন্দে,
নৃত্য করে ধরণী।
শুভ বসন্ত এলো,
নিয়ে নব জীবন,
ভালোবাসায়,
ভরে উঠুক সকলের মন।
শুভ বসন্ত - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
১৪ ই ফ্রেব্রুয়ারি, বারিধারা ঢাকা -১২১২।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |