[ad_1]
ফেব্রুয়ারির আকাশে ভালোবাসার হাওয়া,
রঙিন গোলাপে ভরে উঠেছে দোকান-পাড়া।
প্রেমিক-প্রেমিকাদের মনে আনন্দের লহর,
আজ গোলাপ দিবস, ভালোবাসার উৎসব।
লাল গোলাপ, ভালোবাসার প্রতীক,
হৃদয়ের কথা বলে, মুখ বন্ধ থাকলেও।
একটি গোলাপে লুকিয়ে থাকে,
অনেক অন্তরঙ্গ কথা, অনেক আবেগ।
বন্ধুত্বের বন্ধনে, গোলাপের হাসি,
আশা-ভালোবাসায়, জীবনের আলো।
মা-বাবার প্রতি, শ্রদ্ধার প্রতীক,
সাদা গোলাপে, ভালোবাসার আঁচড়।
গোলাপের সুবাসে, মন উতলা হয়ে ওঠে,
স্মৃতির পাতায়, ভালোবাসার ছোঁয়া।
কষ্ট-সুখের সঙ্গী, প্রিয় মানুষটি,
গোলাপে ভালোবাসার, বার্তা পাঠায়।
গোলাপ দিবসে, শুধু গোলাপ দেওয়া নয়,
ভালোবাসার মানুষটির পাশে থাকা।
সারাজীবন ভালোবাসার প্রতিশ্রুতি,
গোলাপের পাপড়িতে, লেখা থাকবে।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |