[ad_1]
তুমি হলুদ সুন্দরী হিমু,
অনবদ্য, অসামান্য, অনন্য তুমি।
হাসি তোমার মধুর বীণা,
গানে গানে ভাসে মন।
চোখে তোমার নীল আকাশ,
ভ্রুতে কালো মেঘের ছায়া।
চুলের রুপালি জলপ্রপাত,
গালে গোলাপের রাঙা।
হৃদয় তোমার সোনার খনি,
ভালোবাসায় ভরা।
কথা তোমার মৃদু বাতাস,
স্পর্শে আগুন ঝরা।
তুমি হলুদ সুন্দরী হিমু,
অনবদ্য, অসামান্য, অনন্য তুমি।
ভালোবাসি তোমায় হিমু,
ভালোবাসবো চিরকাল।
হিমু - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
১৩ ই মার্চ ২০২৪, বারিধারা ঢাকা -১২১২ বাংলাদেশ।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |