[ad_1]
পাহাড়ে আমার এমন একটা ঘর হোক,
যেখানে সূর্যের আলো ভোরেই খোঁজ করবে দরজায়,
আকাশের নীল পর্দা জানালায় ঝুলবে,
পাখির কলকাকলি সারাদিন গান গাবে।
ঘরের চারপাশে ঘন সবুজ গাছের সমারোহ,
ফুলের বাগান রঙিন স্বপ্ন বুনবে,
ঝর্ণার কলতান গান মনে সুখ ছড়াবে,
পাহাড়ের বাতাস মনকে করে দেবে হালকা।
এক কাপ গরম চা হাতে,
বইয়ের পাতায় হারিয়ে যাবো,
নীল আকাশে ভেসে বেড়াবো,
স্বপ্নের নীড়ে উড়ে যাবো।
সন্ধ্যার আলোয় পাহাড় রূপ ধরবে নতুন,
সূর্যাস্তের আভা রাঙিয়ে দেবে আকাশ,
তারার ঝিলিমিলি আলো জ্বলে উঠবে,
রাতের নিস্তব্ধতায় মন খুঁজে পাবে শান্তি।
পাহাড়ে আমার এমন একটা ঘর হোক,
যেখানে প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যাবো,
মনের দুঃখ ভুলে,
শুধু সুখের গান গাইবো।
পাহাড়ে আমার এমন একটা ঘর হোক - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |