[ad_1]
তোমার কাছে এসে যুদ্ধ থেমে যায়,
বন্দুকের গর্জন থেমে যায়,
শান্তির গান গায়,
পাখিরা আবার কলতান শুরু করে।
তোমার হাসি,
এ যেন মধুর ঝর্ণা,
যা ধুয়ে যায়
মানুষের মনের কালো দাগ।
তোমার স্পর্শে,
এ যেন ম্যাজিক,
যা দূর করে
মানুষের মনের বিষণ্ণতা।
তোমার চোখে,
এ যেন স্বর্গের আলো,
যা দেখিয়ে
মানুষের মনের পথ।
তুমি যেন
একটি দেবদূত,
যে এসেছে
মানুষের জীবনে আশার আলো জ্বালাতে।
তোমার কাছে এসে
মানুষ
ভুলে যায়
সব দুঃখ,
সব কষ্ট।
তোমার কাছে এসে
মানুষ
খুঁজে পায়
শান্তির আশ্রয়।
তোমার কাছে এসে যুদ্ধ থেমে যায় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
১৭ মার্চ ২০২৪, বারিধারা ঢাকা -১২১২।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |