[ad_1]
ভালোবাসি না বলে, আজন্ম কাটিয়ে দিতে চাই,
হৃদয়ের গভীরে, লুকিয়ে রাখতে চাই।
চোখের ভাষায়, মনের কথা, প্রকাশ না করে,
অপরিচিত, অচেনা, থেকে যেতে চাই।
হাসি-খুশিতে, ভরা থাকুক, দিন রাত,
ভালোবাসার, বেদনা, স্পর্শ না করুক।
মনের আকাশে, স্বপ্নের রঙ, মেখে,
একাকী পথে, হেঁটে যেতে চাই।
ভালোবাসার, আগুনে, পুড়ে না,
নিজেকে, রক্ষা করতে চাই।
ভালোবাসি না বলে, আজন্ম কাটিয়ে দিতে চাই,
হৃদয়ের গভীরে, লুকিয়ে রাখতে চাই।
ভালোবাসি না বলে- মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |